‘দেশ যখন করোনা মহামারিতে ছেয়ে গেছে, ঘরে বসে দিন কাটছে, তখন একজন পরামর্শ দিলেন অনলাইন বিজনেস শুরু করার। সে-ই পেজ খুলে, পেজের লোগো বানিয়ে দেয়। ২০২১-এর জুনে শুরু হয় ট্রিকজি বাজার, সেখান থেকে এখন পর্যন্ত চলছে।’ ট্রিকজি বাজারের উদ্যোক্তা মাহমুদা পারভীন এভাবেই শোনাচ্ছিলেন তার যাত্রা শুরুর গল্প।